Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Prize giving ceremony in Divisional Govt. Public Library
Details

বিভাগীয় সরকারি গণগন্থাগার কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ১৪২৬ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান ২৪/০৭/২০১৯খ্রি: তারিখ বুধবার সকাল ১১টায় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শফিকুর রহমান শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়ার সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমামুল ইসলাম ও কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের মধ্যে বই, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মকে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ ও সৃষ্টিশীল করে তোলার লক্ষ্যে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

Images
Attachments
Publish Date
26/07/2019
Archieve Date
02/12/2019